শিরোনাম
কাশ্মিরে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০৪:৫৪
কাশ্মিরে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আরএস পুরা ও আরনিয়া সেক্টরে পাক সেনাবাহিনীর টানা গুলিবর্ষণে বিএসএফের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আবদুলিয়ান এলাকায় পাক মর্টারে আহত হয়েছিলেন তিনি। এছাড়াও পাক সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছে আরো ৬ ভারতীয় বেসামরিক নাগরিক।


আন্তর্জাতিক সীমান্ত বরাবর ওই এলাকায় সারা রাত গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণ এখনো চলছে।


আরএস পুরা ও আরনিয়া সেক্টরে বিএসএফ ছাউনিকে টার্গেট করে গুলি চালাচ্ছে পাকিস্তান। বুধবার রাত ৮টার দিকে আরনিয়া সেক্টরে গোলাগুলি শুরু হয়েছে। বেশ কয়েকটি ভারতীয় ছাউনি ও সীমান্ত এলাকার গ্রামে ছোঁড়া হচ্ছে মর্টার শেল।


এদিকে, আরএস পুরায় পাকিস্তান সেনাবাহিনী সোমবার রাত থেকে গুলিবর্ষণ শুরু করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে ভারত।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com