শিরোনাম
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানে নিহত ২
প্রকাশ : ২৮ মে ২০১৭, ২২:৫৪
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের পশ্চিম আযারবাইজানের উরুমিয়া এলাকায় ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘পেজাক’র সঙ্গে সংঘর্ষে দুই সীমান্তরক্ষী নিহত করেছেন। ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইজ্জাতুল্লাহ রাশিদিয়ান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেছেন, শনিবার বিকেলে টহলরত সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সংঘর্ষে দুই সীমান্তরক্ষী নিহত ও দুই জন আহত হয়। এ সময় পেজাক’র কয়েক জন সদস্যও আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।


ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘পেজাক’ এ পর্যন্ত ইরানের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র সার্বিক সহযোগিতায় এ গোষ্ঠীটি গড়ে উঠেছে।


পেজাক’র প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেনের মতো ইসলাম বিদ্বেষী দেশগুলো। ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের সঙ্গে তুরস্ক, ইরাক ও আযারবাইজান প্রজাতন্ত্রের সীমান্ত রয়েছে। সূত্র: রেডিও তেহরান


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com