শিরোনাম
ফিলিস্তিনে রমজান মাসজুড়ে তালাক নিষিদ্ধ
প্রকাশ : ২৮ মে ২০১৭, ২২:২৭
ফিলিস্তিনে রমজান মাসজুড়ে তালাক নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাসে বিচারকদের তালাক অনুমোদন না করার আদেশ দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি আদালত। আদালতের ভাষ্যমতে, মাসব্যাপী সিয়াম সাধনার সময় কঠোর শব্দ ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পরে পরিতাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে।


বিচারক মাহমুদ হাবাস বলেছেন, পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি এই রায় দিয়েছেন। রোজা রাখা ও সিগারেটের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই মাসে মেজাজ চড়া থাকে এবং কঠোর শব্দ ব্যবহারের প্রবণতা বেড়ে যায়।


এক বিবৃতিতে মাহমুদ হাবাস বলেছেন, কিছু কিছ ‍মানুষ, যারা রোজার কারণে না খেয়ে থাকেন এবং ধূমপান করেন না, তারা তাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করতে পারেন। তারা দ্রুত ও বাজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।


ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, অধিকৃত গাজা উপত্যকায় ২০১৫ সালে ৫০ হাজার বিয়ে হয়েছে কিন্তু তালাক হয়েছে ৮ হাজার। সীমাহীন বেকারত্ব ও দারিদ্র্যও তালাকের মতো ঘটনার পেছনে দায়ী। সূত্র: আলজাজিরা


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com