শিরোনাম
বিতর্কিত সেনার পক্ষে ভারতীয় সেনা প্রধানের সাফাই
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৬:৫১
বিতর্কিত সেনার পক্ষে ভারতীয় সেনা প্রধানের সাফাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর জিপের সামনে এক যুবককে মানব ঢাল করে বেঁধে ঘোরানো সেই বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর লিতুল গগৈর পক্ষেই সাফাই গাইলেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। রোববার তিনি বলেছেন, ‘কাশ্মিরে এমন উদ্ভাবনী কৌশল প্রয়োজন, যেখানে নোঙরা যুদ্ধ চলছে।’


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর খবরে বলা হয়, জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘যখন লোকজন আমাদের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে তখন আমি আমার লোকদের বলতে পারি না, তোমরা অপেক্ষা কর এবং মর।’


তিনি বলেন, ‘আমি খুশি হব যদি প্রতিবাদকারীরা পাথর ছুঁড়ে মারার পরিবর্তে সশস্ত্র বাহিনীর ওপর অস্ত্র দিয়ে হামলা করে।’


বিগত সপ্তাহে ভারতের সেনাপ্রধান মেজর লিতুল গোগৈকে ‘কমেন্ডেশন কার্ড’ দিয়ে পুরস্কৃত করেন। কাশ্মিরে সন্ত্রাস দমন অভিযানে কথিত কার্যকর প্রচেষ্টার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত এমন সেনা কর্মকর্তাকে পুরস্কৃত করায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।


বিগত ৯ এপ্রিল ফারুক দার (২৬) নামে এক যুবককে সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে ওই সেনা কর্মকর্তা ঘুরিয়েছিলেন। উপত্যকার বাদগাম জেলায় কাশ্মিরি ওই তরুণকে সেনার জিপের সামনে বেঁধে ঘোরানোর দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, যুবককে সেনা বাহিনীর জিপের সামনে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রামে ঘোরানো হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে নিন্দার ঢেউ ওঠে। ওই সেনার অমানবিক আচরণের নিন্দা করেন বহু মানুষ। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ আলাদা আলাদা তদন্ত শুরু করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com