শিরোনাম
রমজান উপলক্ষে মোদির শুভেচ্ছা বার্তা
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৪:০৮
রমজান উপলক্ষে মোদির শুভেচ্ছা বার্তা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

রবিবার অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে আমার সব মুসলিম ভাই ও বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। ভারত এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করেন। ভারতের বৈচিত্রই আমাদের শক্তি। আমরা গর্বিত যে, সব ধর্মের মানুষ এই ভারতে ঐক্যের সঙ্গে বাস করছেন। রমজানের শুরুতে গোটা বিশ্বের মানুষকেও আমি শুভেচ্ছা জানাই।’

 

শুক্রবারই ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য বিনায়ক দামোদর সাভারকরের ১৩৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এদিন মোদি বলেন, ‘আজ সাভারকরের জন্মদিন। দেশ গঠনে তার অবদান অসামান্য।’ এছাড়া, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস, স্বচ্ছ ভারতসহ একাধিক বিষয় নিয়েও বক্তব্য দেন মোদি।

কেন্দ্রীয় সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে তার মন কি বাত অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এদিন সকালে দক্ষিণ দিল্লির আর.কে.পুরম এলাকার রবিদাস আশ্রমের বস্তির বাসিন্দাদের সঙ্গে একসাথে বসে রেডিওতে মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপি সভাপতি অমিত শাহ।  

 

অনুষ্ঠানের শেষে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র আরো শক্তিশালী হয় বলেও অভিমত দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘মন কি বাত-ই প্রত্যেক ভারতীয়ের সঙ্গে বিশেষ পদ্ধতিতে আমার সম্পর্ক স্থাপন করেছে। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি খুব খুশি যে মানুষ আমাদের কাজের মূল্যায়ন করছেন।’

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com