শিরোনাম
বকেয়া পরিশোধে শক্তি বাড়বে ন্যাটো’র : ট্রাম্প
প্রকাশ : ২৭ মে ২০১৭, ২১:২২
বকেয়া পরিশোধে শক্তি বাড়বে ন্যাটো’র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর আমেরিকা চুক্তি সংস্থা বা ন্যাটো’র সদস্য রাষ্ট্রগুলো এ সামরিক জোটে টাকা ঢালতে রাজি হওয়ার ফলে এটি আরো শক্তিশালী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় এ দাবি করেন ট্রাম্প।


তিনি বলেন, ন্যাটোর বেশিরভাগ রাষ্ট্র এ সংস্থায় টাকা পরিশোধের পরিমাণ বাড়িয়ে দিতে রাজি হয়েছে। ন্যাটোতে টাকা আসতে শুরু করায় এটি আরো শক্তিশালী হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরের শেষ পর্যায়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতালির সিসিলি অঞ্চলে গ্রুপ সেভেন এবং আফ্রিকান দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।


মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরা ঠিকমতো তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদফতরে তিনি জোটের সদস্য দেশগুলোকে ‘বিশাল অঙ্কের’ অর্থ বকেয়া ফেলার জন্য অভিযুক্ত করেন।


তিনি জানান, ঠিকমতো টাকা আসলে সন্ত্রাসীদের হুমকি মোকাবেলায় ন্যাটো আগের চেয়ে শক্তিশালী হবে বলে। ট্রাম্প এই সামরিক জোটের ২৮ সদস্যদেশের মধ্যে ২৩টির কড়া সমালোচনা করে বলেন, এসব দেশ ন্যাটোর পাওনা না দিয়ে নিজেদের সামরিক খাতে অতিরিক্ত অর্থ খরচ করছে।


যেসব সদস্যদেশ জোটের তহবিলে তাদের জিডিপি’র শতকরা ২ ভাগ অর্থ দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী বছরগুলোতে এর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ দিতে হবে বলে জানান ট্রাম্প। সূত্র: বিবিসি ও আলজাজিরা


বিবার্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com