শিরোনাম
‘সর্বনাশা’ আইটি সমস্যার মুখে ব্রিটিশ এয়ারওয়েজ
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৮:০৯
‘সর্বনাশা’ আইটি সমস্যার মুখে ব্রিটিশ এয়ারওয়েজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কম্পিউটারে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রীবহন ও নিয়মিত বিমান চলাচলে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)।


বৈশ্বিক সিস্টেমে প্রযুক্তিগত গোলযোগের কারণে বিমানসংস্থাটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধান করা হবে।


হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, সমস্যা সমাধানে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে নীবিড়ভাবে কাজ করছে তারা। এ বিমানবন্দরে দেড়ঘণ্টা যাবত অপেক্ষারত সাংবাদিক মারটিন কেন্ট জানান, যাত্রীদেরকে পাইলট বলছিলেন ‘সর্বনাশা’ আইটি সমস্যার সম্মুখীন হয়েছি আমরা।


এই সমস্যায় কতগুলো ফ্লাইট আটকে আছে তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেনি বিএ কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর সংখ্যক যাত্রী এ সমস্যার কথা তুলেছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com