শিরোনাম
৪ হাজার বিচারককে বরখাস্ত করলো তুরস্ক
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৭:০২
৪ হাজার বিচারককে বরখাস্ত করলো তুরস্ক
তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কে বিগত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে ৪ হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।


আমেরিকায় বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনকে ওই সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। আঙ্কারার দাবি, তুরস্কের বিচার বিভাগে গুলেনের ব্যাপক প্রভাব রয়েছে।


বোজদাগ এ সম্পর্কে বলেন, ফতেউল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী’র সঙ্গে যোগসাজশ থাকার কারণে অন্তত ৪ হাজার বিচারক ও আইনজীবীকে অপসারণ করা হয়েছে। আপাতত এ ব্যাপারে তদন্ত শেষ উল্লেখ করে একজন বিচারক বা সরকারি কৌঁসুলিও তদন্ত থেকে বাদ যায়নি বলে জানান তুরস্কের এই মন্ত্রী। তার সরকার সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: আলজাজিরা


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com