শিরোনাম
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৬:৫১
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের খোস্ত প্রদেশের পূর্বাঞ্চলে একটি জনবহুল এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।


সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর এ হামলা চালানো হয়।


খোস্ত প্রদেশের গভর্নরের এক মুখপাত্র মুবারিজ জাদরান জানিয়েছেন, একটি স্টেডিয়াম ও বাস স্টেশনের কাছে সকাল সাড়ে ৮টার দিকে হামলা চালায় অজ্ঞাত আত্মঘাতী।


জাদরান বলেন, এ হামলায় দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। হামলার টার্গেট ছিল আফগান পুলিশ ও মার্কিন সেনারা। কিন্তু হতাহতদের অধিকাংশই বেসামরিক লোকজন।


এদিকে, শুক্রবার হেরাত প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি মিনিবাস ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় নারী-শিশুসহ ১০ জন নিহত এবং ছয়জন আহত হয়।


রমজান মাসের প্রথম দিন আফগানিস্তানের সরকারি ছুটি থাকে। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) পবিত্র রমজানে সংঘাত বন্ধ রাখার আহ্বান জানায়। কিন্তু আফগান তালেবান জানিয়েছে, তারা এ মাসে হামলা আরো বাড়াবে।


সর্বশেষ এ হামলা ন্যাটো সমর্থিত আফগান বাহিনীকে বেশ চাপে ফেলেছে, এমনকি এসব জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। সূত্র: আলজাজিরা ও বিবিসি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com