শিরোনাম
মসুল ছেড়েছে ১০ হাজার বাসিন্দা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:৩১
মসুল ছেড়েছে ১০ হাজার বাসিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত সপ্তাহে ইরাকের মসুলে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান শুরুর পর অন্তত ১০ হাজার বাসিন্দা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।


জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধারে অভিযানে নামে দেশটির সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধারা। এই অভিযানে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।


আল-জাজিরা জানিয়েছে, শহরটিতে অন্তত ১০ লাখ লোকের বসবাস। পলাতকদের এই সংখ্যা একটি ভগ্নাংশ মাত্র। শহরের ভেতরে থাকা কয়েক লাখ বাসিন্দা আইএসের নজরদারি এড়িয়ে পালানোর চেষ্টা করছে।


আল-জাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার উত্তর ইরাকের এরবিল থেকে জানান, বেশি লোকজনের বসবাস এমন এলাকাগুলোর কাছাকাছি লড়াই যতো ঘনিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি অধিক সংখ্যক পরিবার পালিয়ে যাচ্ছে।


তিনি আরও জানান, ইরাকি সন্ত্রাসবিরোধী সেনারা কমপক্ষে এক হাজার লোককে তাদের গ্রাম থেকে সরিয়ে নিয়েছে। ওই লোকজনের জন্য পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। তাদের বাড়িগুলো কাঁপছিল এবং তারা গোলাগুলির মাঝে পড়ে যাচ্ছিল। অনেকে পায়ে হেটে তাদের ভয়ঙ্কর যাত্রা করছে।


গত দু’দিন যাবৎ লোকজনের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে।


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com