শিরোনাম
অবশেষে ভারতে ফিরলো উজমা
প্রকাশ : ২৫ মে ২০১৭, ১৮:৪৪
অবশেষে ভারতে ফিরলো উজমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বন্দুকের মুখে পাকিস্তানী পুরুষকে বিয়েতে রাজি হওয়া এক ভারতীয় নারী অবশেষে দেশে ফিরেছেন। ইসলামাবাদের একটি আদালত তার পাকিস্তান ত্যাগের আবেদন মঞ্জুরের একদিনের মাথায় দেশে ফিরলেন তিনি।


উজমা নামের ওই ভারতীয় নারীকে ওয়াজাহ্‌ সীমান্ত থেকে ফিরিয়ে নেয় ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষ। ওই নারীর অভিযোগ, তার স্বামী তাহির আলি তার ওপর নির্যাতন চালাতো। যদিও তাহির আলি এই অভিযোগ অস্বীকার করে উল্টো মিথ্যে দোষারোপের অভিযোগ এনেছে।


এই ঘটনার ফলে ভারত-পাকিস্তান উত্তেজনা আরো ঘনীভূত হলো।



এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ওই নারীকে ভারতে স্বাগত জানিয়ে এক টুইট বার্তা দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘উজমা - ভারতের মেয়ে তোমাকে বাড়িতে স্বাগতম। যেসব পরিস্থিতির মুখে তোমাকে পড়তে হয়েছে তার জন্য আমি দুঃখিত।


এর আগে, পাকিস্তান থেকে দিল্লিতে বাড়ি যাওয়ার পথে এক সকালে ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানী নিরাপত্তা কর্তৃপক্ষ উজমাকে আটক করে। তখন তার বয়স ছিল ২০ বছর। সূত্র: বিবিসি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com