শিরোনাম
সিরিয়ায় স্কুলে বোমা হামলা, শিশুসহ নিহত ২৬
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫২
সিরিয়ায় স্কুলে বোমা হামলা, শিশুসহ নিহত ২৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে।


জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল ইউনিসেফ বুধবার এ তথ্য জানায়। তবে বৃহস্পতিবার ইউনিসেফের বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করে।


ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। এটি চরম সন্ত্রাস। ইচ্ছা করে হামলা চালানো হলে এটি অবশ্যই যুদ্ধাপরাধ।


দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, যুদ্ধবিমানগুলো রাশিয়া বা সিরিয়া যারই হোক, ছয়টি হামলা চালিয়েছে। হাস গ্রামে চালানো এসব বিমান হামলায় স্কুলগামী ১১ শিশুসহ অন্তত ৩৫ জন সাধারণ মানুষ নিহত হয়।


লেক বলেন, স্কুল প্রাঙ্গণে ‘বারবার হামলা’ চালানোর ঘটনা সম্ভবত পাঁচ বছর আগে শুরু হওয়া এ যুদ্ধে সবচেয়ে সহিংস হামলার ঘটনা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সিরিয়া ও তার মিত্রদেশ রাশিয়া বিদ্রোহীদের দমনের নামে বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।


এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বলেন, এটি ভয়ংকর, জঘণ্য। আশা করছি, এতে আমরা জড়িত নই।


তিনি আরও বলেন, এটা খুবই সহজেবলে দেয়া যায় যে আমরা জড়িত নই। তবে আমি একজন দায়িত্বশীল ব্যক্তি। আমাকে দেখতে হবে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কী বলে।


ইদলিব মিডিয়া সেন্টারের একজন কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসব অভিযান চালানো হয়। এসব হামলার কারণে ওই দিনের মতো স্কুলটি ছুটি ঘোষণা করা হয়। এরপর শিশুরা তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সে সময়ই স্কুলের প্রবেশমুখে একটি রকেট আঘাত হানে। সূত্র: আল জাজিরা


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com