শিরোনাম
পোপের সাথে দেখা করলেন ট্রাম্প
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৪:২৭
পোপের সাথে দেখা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

খ্রিস্টান ধর্মাবলম্বী ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইতালি সফরকালে ভ্যাটিকান সিটিতে স্বল্প সময়ের জন্য তিনি এ সাক্ষাত করেন। এসময় তার সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া, কন্যা ইভানকা ও জামাতা কুশনার।

 

শরণার্থী সংকট ও জলবায়ু চুক্তি ইস্যুতে ট্রাম্প ও পোপের মধ্যকার বিবাদের মধ্যেই এ সাক্ষাত হলো।

 

পরে ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক শেষে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসের উদ্দেশে রওয়ানা হবেন।

 

এর আগে, সৌদি আরব ও ইসরাইল সফর করেছেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো কিছু করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রতি দেন। সেসময় তার সরাসরি সমালোচনা করেন পোপ। তিনি বলেন, যে মানুষে মানুষে সেতু তৈরির পরিবর্তে দেয়াল তৈরির কথা চিন্তা করে সে প্রকৃত খ্রিস্টান হতে পারে না। পরে পোপের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘একজন ধর্মীয় নেতা হয়ে কারো বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা লজ্জাকর।’

 

নির্বাচনের পর সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়ে পোপ তার অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সামাজিক ও নাগরিক বিষয়গুলোতে আমার অনুরোধ থাকবে দেয়াল তৈরি না করে, সেতু তৈরি করুন।’  

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com