শিরোনাম
ভারতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ মসজিদ
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৬:৫০
ভারতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেরালায় সোমবার প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মালাপ্পুরামের পুডিক্কালের মসজিদ-অল-রহমায় প্রতিবন্ধী নামাজিদের জন্য একদিকে যেমন ঢালু পথ তৈরি হয়েছে, তেমনই ব্যবস্থা হয়েছে শ্রবণ প্রতিবন্ধীদের কাছে খুৎবা পৌঁছে দেয়ার বন্দোবস্ত।

 

‘অ্যাবিলিটি ফাউন্ডেশন ফর দ্যা ডিসএবেলড’ নামের একটি সংগঠন এই মসজিদ তৈরি করেছে।

 

সংগঠনটির চেয়ারম্যান আহমেদ কুট্টি বলেন, ‘যারা কানে শুনতে পান না, মসজিদে নামাজ পড়ার সময় তারা কিছুই জানতে বা বুঝতে পারেন না। আমরা এই মসজিদে সাইন ল্যাঙ্গুয়েজ (ইশারা বা সাংকেতিক ভাষা) ব্যবহার করব।’  

 

তিনি আরো বলেন, ‘নামাজ পড়া বা খুৎবা দেয়ার সময় সেটা সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য একজন বিশেষজ্ঞ হাজির থাকবেন। সেটি যাতে সবাই দেখতে পায়, সেজন্য বসানো হয়েছে বড় এলসিডি স্ক্রিন।’  

 

পুডিক্কালের অ্যাবিলিটি ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রে শ’দুয়েক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী থাকেন। কুট্টির আশা, শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা ছাড়াও পুডিক্কাল এবং আশপাশের এলাকা থেকেও অনেক শ্রবণ প্রতিবন্ধী মুসলিম, বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজ পড়তে আসবেন এই মসজিদে।

 

কুট্টি বলেন, ‘সব দিক বিবেচনা করেই আমরা মসজিদে একসঙ্গে ৫০০ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছি।’

 

ভারতের অনেক ধর্মীয় স্থানে প্রতিবন্ধীদের জন্য রেলিংসহ ঢালু-পথ বা হুইল চেয়ারে ভেতরে প্রবেশের ব্যবস্থা রয়েছে। তবে কোনো মসজিদে সম্ভবত এবারই প্রথম সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হচ্ছে বলে জানান কুট্টি।

 

আহমেদ কুট্টি বলেন, ‘আমরা মসজিদের জন্য যে মডেল তৈরি করলাম, সেটা এখন অন্য ধর্মস্থানগুলোতেও ব্যবহার করা যেতে পারে; যাতে সেই ধর্মের শ্রবণ প্রতিবন্ধীরাও প্রার্থণার বাণী শুনতে পান।’ সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com