শিরোনাম
অরুন্ধতীকে জিপে বেঁধে ঘোরানোর দাবি পরেশ রাওয়ালের
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৩:২২
অরুন্ধতীকে জিপে বেঁধে ঘোরানোর দাবি পরেশ রাওয়ালের
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কাশ্মীরে যারা সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়ছে, তাদের নয়; অরুন্ধতী রায়কে সেনা জিপের সামনে বেঁধে দেয়া হোক বলে মন্তব্য করেছেন বিজেপির অভিনেতা সাংসদ পরেশ রাওয়াল। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির ওই অভিনেতা সাংসদ।

 

কয়েকদিন আগেই শ্রীনগরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে পাথর নিক্ষেপকারীদের পাশে দাঁড়িয়ে বিশিষ্ট লেখিকা ও সামাজিক কর্মী অরুন্ধতী রায় বলেছিলেন, ৭০ লাখ সেনা নামিয়েও কাশ্মীরকে নিয়ন্ত্রণ করতে পারবে না ভারত।

 

 

অরুন্ধতী রায়ের ওই মন্তব্যের প্রেক্ষিতেই তাকে কটাক্ষ করেছেন পরেশ রাওয়াল। তার টুইটের পর থেকেই ফের জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই পরেশ রাওয়ালের ওই টুইট কয়েক হাজার রিটুইট হয়েছে। যেখানে তাকে সমর্থন করা হয়েছে। আবার অনেকেই বিজেপির ওই অভিনেতা-সাংসদকে কটাক্ষও করেছেন।

 

পাথর নিক্ষেপকারীদের হাত থেকে বাঁচতে কয়েকদিন আগে ফারুখ আহমেদ নামে এক যুবককে ‘মানব ঢাল’ হিসেবে ব্যাবহারের অভিযোগ ওঠে সেনাবাহিনীর মেজর লিটুল গগৈর বিরুদ্ধে। জিপের সামনে রশি দিয়ে বাঁধা ওই যুবকের ছবি ভাইরাল হয়ে যায়। ওই সেনা কর্মকর্তার উপস্থিত বুদ্ধির তারিফও করে গোটা দেশের মানুষ।

 

যদিও বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সে বিষয়টি পাত্তা না দিয়েই কাশ্মীরে তার অসামান্য অবদানের জন্য মেজর গগৈকে ‘চিফ কমান্ডেশন কার্ড’ পুরস্কারে সম্মানিত করা হয়।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com