শিরোনাম
ছবিতে ব্রিটেনের কনসার্টে হামলা
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১০:১৭
ছবিতে ব্রিটেনের কনসার্টে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ একে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ বলে ধারণা করছে। অন্তত একটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ। অন্যদিকে দুজন মার্কিন কর্মকর্তা এটিকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। তবে ব্রিটিশ পুলিশ সেরকম কিছু নিশ্চিত করেনি এখনো।

 

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখনো কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের পরের কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরা হলো-

 

ভীতসন্ত্রস্ত আতঙ্কিত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। 

 

কনসার্টে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ছিলেন। ছিল ছোট বাচ্চাদের নিয়ে অনেক পরিবার।

 

ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছে মানুষজন।

 

সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে পুলিশ। 

 

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। 

 

স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছে মানুষ। 

 

ঘটনাস্থলে পুলিশের তৎপরতা।

 

বিস্ফোরণের পর ডগ স্কোয়াড নিয়ে পুলিশ

 

হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স।

 

সূত্র: গেটিইমেজ, রয়টার্স ও বিবিসি 

 

বিবার্তা/নিশি

 

>> ব্রিটেনে কনসার্টে বিস্ফোরণ, নিহত ১৯

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com