শিরোনাম
বহু বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পুড়িয়েছে নেপাল
প্রকাশ : ২৩ মে ২০১৭, ০৯:২৬
বহু বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পুড়িয়েছে নেপাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চার হাজারের বেশি বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পুড়িয়েছে নেপাল সরকার। মূলত, অবৈধ শিকার এবং পাচার অনুৎসাহিত করতে তারা এগুলো পোড়ায়। চিতওয়ান জাতীয় পার্কে পোড়ানো এসব অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে গণ্ডারের শিং, বাঘ ও চিতাবাঘের চামড়া ছিল। এসব প্রাণী এখন নেপালে বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।

 

আন্তর্জাতিক প্রাণিবৈচিত্র্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ শরণ মাহাত। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির ফলে বন্যপ্রাণী শিকার ও পাচার নিরুৎসাহিত হবে।

 

অবশ্য ১১শ’ কেজি হাতির দাঁত পোড়ানো হয়নি। কর্মকর্তারা বলেন, এর উপযুক্ত চুল্লি তাদের নেই। হাতির দাঁত পোড়ানোর জন্য এমন চুল্লি দরকার, যাতে তাপমাত্রা ৯০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি ওঠে।

 

২০ বছর পর নেপালে বন্যপ্রাণীর চামড়া-শিং ইত্যাদি পোড়ানোর এরকম কর্মসূচি নেয়া হলো।

বন্যজন্তু সংরক্ষণে নেপাল সাম্প্রতিক সময়ে বেশ সাফল্য দেখিয়েছে। গত দুই দশকে সেখানে বাঘ ও গণ্ডারের সংখ্যা বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, নেপালে এখন ১৯৮টি বাঘ এবং ৬৪৫টি গণ্ডার রয়েছে। অথচ ২০ বছর আগে নেপালে বাঘের সংখ্যা নেমে এসেছিল মাত্র ৯১টিতে ও গণ্ডার ছিল ৩৭২টি।

 

কর্মকর্তাদের ধারণা, চোরাই শিকার দমনে তাদের কড়া পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধি এর অন্যতম কারণ। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com