শিরোনাম
সউদি-ইসরাইল প্রথম ফ্লাইট শুরু
প্রকাশ : ২২ মে ২০১৭, ২২:২৬
সউদি-ইসরাইল প্রথম ফ্লাইট শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দু’দিনের সউদি আরব সফর শেষে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সউদির পর ইসরাইলে আসলেন তিনি। রিয়াদ থেকে ট্রাম্প সরাসরি বিমানে করে তেল আবিবে পৌঁছান। বলা হচ্ছে, এই প্রথম কোনো বিমান সউদি আরব থেকে সরাসরি ইসরাইলে গেল। ইতোপূর্বে এমন ধরনের কোনো ফ্লাইট সরাসরি যায়নি।


ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়ে ক্ষমতায় আসার পর প্রথমেই সউদি আরব সফরের ঘোষণা দেন ট্রাম্প। তিনি সউদি আরবের পর ইসরাইল সফরে গেছেন। এরপর যাবেন ফিলিস্তিনে।


ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত ট্রাম্প কেনো প্রথমেই সউদি আরব গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে, আঞ্চলিক মুসলিম দেশগুলোকে ইরানের বিরুদ্ধে উসকে দেয়াই ট্রাম্পের এ সফরের উদ্দেশ্য।


একইসঙ্গে অস্ত্র বিক্রির নামে সউদি আরবের কাছ থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। এতে ক্ষতি যা হওয়ার মুসলমানদেরই হচ্ছে। শান্তির পরিবর্তে কেনা হচ্ছে অস্ত্র অর্থাৎ অশান্তি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com