শিরোনাম
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৪:৫২
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। সোমবার অমৃতসর ও বাথিন্ডা জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

 

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, শিখদের পবিত্র নগরী অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উমরারাঙ্গাল বাইপাসের কাছে সুভ (এক ধরনের গাড়ি) একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে তিন নারীসহ সাত জন নিহত হয়। এছাড়া চার শিশুসহ আরো নয় জন আহত হয়।

 

পুলিশ জানায়, সুভটির চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল। তাই সে মোড়ে বাঁক নেয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে খেয়াল করেনি। নিহতরা এসময় অমৃতসরের প্রসিদ্ধ স্বর্ণ মন্দিরে পূজা দিতে যাচ্ছিল।

 

অপর ঘটনায় বাথিন্ডা জেলার জেতুকে গ্রামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও অপর ১৮ জন গুরুতর আহত হয়েছে। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই মারাত্মক ক্ষতি হয়েছে।

 

বিবার্তা/নিশি    

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com