শিরোনাম
তুরস্কের ক্ষমতাসীন দলের নেতা হলেন এরদোগান
প্রকাশ : ২২ মে ২০১৭, ১২:০৯
তুরস্কের ক্ষমতাসীন দলের নেতা হলেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। রবিবার তিনি দলীয় কংগ্রেসের ১৪শ’৭০ প্রতিনিধির মধ্যে ১৪শ’১৪ জনের সমর্থন পেয়েছেন।

 

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ৩৩ মাস নির্দলীয় প্রেসিডেন্ট থাকার পর আবার ক্ষমতাসীন দলের প্রধান হওয়ার সুযোগ পেলেন এরদোগান। অন্রদিকে, প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দলটির দ্বিতীয় প্রধান নেতা হয়েছেন। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

তুরস্কের সংবিধানের ওপর গত মাসে গণভোটের পর এরদোগান দলটিতে তার পদ ফিরে পান। নতুন সংবিধানে প্রেসিডেন্টদের ওপর থেকে কোনো দলের সদস্য হওয়ার নিষেধাজ্ঞার বিধানটি বাতিল করা হয়।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com