শিরোনাম
‘আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেত’
প্রকাশ : ২০ মে ২০১৭, ১৬:৫২
‘আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেত’
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং ড. শ্যামা প্রসাদ মুখার্জি (ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা) না থাকলে ভারতের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেতো বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  

 

শুক্রবার বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সময় বিরোধীদের তোপ দেগে আদিত্যনাথ এসব কথা বলেন।

 

তিনি বলেন, গোটা বিশ্বে আরএসএস হল এমন একটি সংগঠন; যারা সরকারের থেকে কোনো সুযোগ-সুবিধা নেয় না এবং নিঃস্বার্থভাবে সংগঠনের স্বয়ংসেবক এবং প্রচারকের সাহায্যেই দেশের জন্য কাজ করে।

 

আদিত্যনাথ আরো বলেন, ‘এমনকি কেউ কেউ দেশের জাতীয় সঙ্গীতকে সাম্প্রদায়িকতার সঙ্গে মিশিয়ে দেয়ার চেষ্টা করেছিল। আরএসএস না থাকলে দেশের মানুষ স্কুলে ‘বন্দে মাতরম’ গানটা গাইতেই ভুলে যেতো।’

 

রাজনীতির সঙ্গে যে সংগঠনের কোনো সম্পক্তৃতা নেই এবং সরকারের কাজে হস্তক্ষেপ করে না- এমন একটি সংগঠন নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, সে বিষয়েও আদিত্যনাথ অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটা একেবারেই ঠিক নয়।

 

রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রী রাজ্যের বিগত সরকারকে তোপ দেগে বলেন, ‘যারা গত পাঁচ বা ১০ বছর রাজ্যে ক্ষমতায় ছিল, তারা আজ আমাদের সরকারের দুই মাসের কাজের হিসাব চাইছে। প্রতিটি ইস্যুতে তারা ওয়াকআউট করছে।’

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com