শিরোনাম
মার্কিন গোয়েন্দা বিমান তাড়িয়ে দিল চীনা যুদ্ধবিমান
প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৫:৪৯
মার্কিন গোয়েন্দা বিমান তাড়িয়ে দিল চীনা যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমেরিকা দাবি করেছে, দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানকে ‘তাড়া’ করছে চীনা দুই যুদ্ধবিমান। চার ইঞ্জিনের মার্কিন গোয়েন্দা বিমান ডব্লিউসি-১৩৫ কনস্ট্যান্ট ফিনিক্সের খুব কাছাকাছি চলে এসেছিল চীনা দুই বিমান।


মার্কিন নৌবাহিনীর মুখপাত্র কর্নেল লনি হজ এ দাবি করেছেন। চীনা যুদ্ধবিমান দু’টিই সুখোই এসইউ-৩০ ছিল উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, চীনা একটি বিমান এ সময়ে মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে উল্টোভাবে উড়ছিল। চীনা বিমানের ‘তাড়ার’ মুখে এক পর্যায়ে মার্কিন বিমানকে নিজ অবস্থান থেকে কয়েকশ’ ফুট নিচে নেমে যেতে বাধ্য হতে হয়।


চীনা যুদ্ধবিমানের আচরণকে অপেশাদারসুলভ বলে দাবি করেছে আমেরিকা। কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে বেইজিংকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানান মুখপাত্র।


মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা বিমান ডব্লিউসি-১৩৫ কনস্ট্যান্ট ফিনিক্সকে ‘পরমাণু তৎপরতা শুঁকে বের করার বিমান’ হিসেবেও অভিহিত করা হয়। উত্তরপূর্ব এশিয়ায় এটি নিয়মিত তৎপরতা চালায় বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। সূত্র: বিবিসি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com