শিরোনাম
ফক্স নিউজের প্রতিষ্ঠাতা আর নেই
প্রকাশ : ১৮ মে ২০১৭, ১৯:২৩
ফক্স নিউজের প্রতিষ্ঠাতা আর নেই
ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলেস (সংগৃহিত)
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলেস মারা গেছেন।


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।


তার স্ত্রী এলিজাবেথ মার্কিন গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, তিনি গভীর মর্মাহত ও শোকাহত। স্বামী রজারকে তিনি ‘দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করেছেন।


দুই দশক ধরে ফক্স নিউজ পরিচালন করেন আইলেস। রক্ষণশীল গণমাধ্যম হিসেবে নিজ হাতে ফক্স নিউজকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।


কিন্তু কিছু নারী কর্মী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনায় গত বছর তিনি পদত্যাগ করেন। তবে এর পেছনে ব্যক্তিগত অসন্তোষের কারণ দেখিয়েছিলেন তিনি।


আইলেসের স্ত্রীর বিবৃতিতে বলা হয়, ‘পেশাজীবনের পাঁচ দশকে বিনোদন, রাজনীতি ও সংবাদ ক্ষেত্রে তার কর্মকাণ্ড অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা তার মৃত্যুতে যেমন শোক পালন করছি, তেমনি তার জীবন উদযাপনও করতে পারি।’


ফক্স নিউজ দাঁড় করানোর আগে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট নিক্সন থেকে জর্জ বুশ (সিনিয়র) পর্যন্ত বেশ কয়েকজন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আইলেস।


১৯৯৬ সালে ফক্স নিউজের প্রতিষ্ঠাকালীন প্রধান কর্তাব্যক্তি হন আইলেস। তবে এর মালিক মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের বহুজাতিক কোম্পানি ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’। সূত্র: বিবিসি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com