শিরোনাম
অপহৃত ৩৬ আফগানকে খুন আইএসের
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:৪৪
অপহৃত ৩৬ আফগানকে খুন আইএসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে অন্তত ৩৬ জন নাগরিককে অপহরণ করে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।  বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোর প্রদেশের প্রধান মোহাম্মদ নাসির খাজ।

 

ঘোর প্রদেশে আইএস প্রথম এত বড় মাপের গণহত্যা চালালো বলে জানিয়েছে স্থানীয় সরকার।

 

জানা যায়, পাহাড়ি অঞ্চলে কাঠ সংগ্রহের কাজ করছিলেন স্থানীয় ফিরোজ কোহ এলাকার বাসিন্দারা। তখনই হামলা চালিয়ে গ্রামবাসীদের বন্দি করে আইএস। কিছুক্ষণ পর বন্দিদের ছাড়াতে এগিয়ে আসেন আরো কয়েকজন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আইএসের কমান্ডার মোল্লা ফারুক নিহত হয়। এরপরই বন্দিদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আইএস জঙ্গিরা।

 

 

এর আগে মঙ্গলবার পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে আইএসের হামলায় অন্তত ৬১ জন নিহত হয়। আহত হয় দুই শতাধিক। ওই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানে এ ধরনের হামলা চালালো জঙ্গি সংগঠনিটি। সূত্র: রয়টার্স

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com