শিরোনাম
'সবুজ চোখের মেয়ে'টি গ্রেফতার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৪
'সবুজ চোখের মেয়ে'টি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর বিখ্যাত আফগান গার্ল-এর কথা মনে আছে? মঙ্গলবার পেশওয়ারে তাকে গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।


তার বিরুদ্ধে আনীত অভিযোগের কথা বলার আগে তার কথাই খানিকটা বলে নিই।


ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর ফটোগ্রাফার স্টিভ ম্যাককুরি একটি ব্যতিক্রমী ছবির সাবজেক্টের সন্ধানে ঘুরছিলেন অনেকদিন থেকে। ১৯৮৪ সালে পাকিস্তানের পেশওয়ারে এক আফগান শরণার্থী শিবিরে ১২ বছর বয়সী একটি বালিকাকে দেখে তিনি চমকে ওঠেন - আরে, এই তো সেই সাবজেক্ট! তার আশ্চর্য সবুজ চোখ ভুলতে পারেন না তিনি।


মেয়েটির নাম শরবত বিবি। বহু কষ্টে অভিভাবকদের অনুমতি আদায় করে মেয়েটির ছবি তুলতে সক্ষম হন স্টিভ। ১৯৮৫ সালের জুন মাসে ন্যাশনাল জিওগ্রাফিক- এর প্রচ্ছদে মেয়েটির ছবি ছাপা হতেই সাড়া পড়ে যায়। রাতারাতি বিখ্যাত হয়ে যায় আফগান গার্ল। ন্যাশনাল জিওগ্রাফিক তাকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবিও বানায় 'আফগান যুদ্ধের মোনা লিসা' নামে।


এর পর দীর্ঘদিন তার আর কোনো খোঁজ থাকে না। ২০০২ সালে এসে ন্যাশনাল জিওগ্রাফিক ফের তাকে খুঁজে বের করে। স্টিভ ম্যাককুরিকে সবুজ চোখের মেয়েটির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয় তার পরিবার। আবার তোলা হয় তার ছবি, ছাপা হয় ন্যাশনাল জিওগ্রাফিক-এ। ফটোগ্রাফার স্টিভ পরে বলেন, তার সবুজ চোখ সেই আগের মতোই জ্বলজ্বল করছিলো।


এমন একটি মেয়েকে কেন গ্রেফতার করলো পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ), কী অভিযোগ তার বিরুদ্ধে?


এফআইএ বলেছে, মেয়েটি তার ডেরায় বসে কম্পিউটারে জাতীয় পরিচয়পত্র জাল করছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com