শিরোনাম
হিলারির পরিকল্পনায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:১৬
হিলারির পরিকল্পনায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সিরিয়া নিয়ে পররাষ্ট্র নীতিবিষয়ক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট’-এ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘আমরা যদি সিরিয়ার বিষয়ে হিলারি ক্লিনটনের কথা শুনি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়েই সব শেষ হবে। তার কথা শুনলে মনে হবে আপনি সিরিয়ার বিরুদ্ধে লড়াই করছেন না, লড়ছেন সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে।’


ট্রাম্প বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে সম্মত করানোর চেয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার ওপর বেশি নজর দেয়া উচিত যুক্তরাষ্ট্রের।’


সিরিয়ায় নো ফ্লাই জোন ও বেসামরিকদের রক্ষায় ভূমিতে সেফ জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন হিলারি। এসব জোন রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার জঙ্গি বিমানগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে কিছু বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন।


ট্রাম্প বলেন, সিরিয়ায় পরমাণবিক শক্তিধর রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের সম্ভাবনা আছে।


এ দিন সাক্ষাতকারে ট্রাম্প দলীয় ঐক্য না থাকায় নিজ দল বিপাবলিকান পার্টির নেতাকর্মীদের সমালোচনা করেন। তিনি বলেন, দলীয় ঐক্য থাকলে আমরা এ নির্বাচনে হিলারির কাছে পরাজিত হব না। সূত্র:বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com