শিরোনাম
সবচেয়ে দয়ালু ইরাকিরা, কৃপণ চীনারা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১০:৪২
সবচেয়ে দয়ালু ইরাকিরা, কৃপণ চীনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের মানুষ অচেনা মানুষের সঙ্গে সবচেয়ে দয়ালু আচরণ করেন এবং মিয়ানমারের মানুষ সবচেয়ে বেশি দানশীল। অন্যদিকে চীনকে বিশ্বের সবচেয়ে কৃপণ বলে চিহ্ণিত করা হয়েছে। সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইনডেক্সের নতুন এক জরিপে এ দাবি করা হচ্ছে।

 

জরিপে বলা হয়, গত মাসে ইরাকে প্রতি ১০ জন মানুষের আটজন অন্তত একজন অপরিচিত লোককে সাহায্য করেছেন। লিবিয়ার মানুষও অচেনা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একই রকম উদারতার পরিচয় দিয়েছেন।

 

আর গত মাসে মিয়ানমারে ৯১ শতাংশ মানুষ দান করেছেন জনকল্যাণে। মিয়ানমার অবশ্য এ নিয়ে পরপর তিনবার দানশীলতার দিক থেকে প্রথম স্থানে আছে। সেখানে থেরাভেদা বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষ বৌদ্ধ ভিক্ষুদের সাহায্য করতে যে দান করে, সেটাই এর কারণ বলে ধারণা করা হয়।

 

দানশীলতার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের মানুষ। গত মাসে ৬৩ শতাংশ মার্কিন নাগরিক মানুষকে সাহায্য করতে দান করেন।  দানশীলতার দিক থেকে ইউরোপে এক নম্বরে আছে ব্রিটেন, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকায় কেনিয়া এবং লাতিন আমেরিকায় গুয়াতেমালা। 

 

তবে প্রতিটি দেশে মাত্র এক হাজার লোকের ওপর জরিপের ভিত্তিতে এই ফল পাওয়া গেছে। তাই জরিপের ফল নিয়ে প্রশ্ন উঠতে পারে, স্বীকার করছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান।  

 

বিবিসির সংবাদদাতারা বলেন, ইরাক এবং লিবিয়ার মানুষকে যে অপরিচিত মানুষের প্রতি সবচেয়ে দয়ালু বলে বর্ণনা করা হচ্ছে, এতে তারা অবাক নন। কারণ এই দুটি দেশেই একদম অপরিচিত মানুষকে সাদর আতিথেয়তার দেয়ার ঐতিহ্য আছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com