শিরোনাম
পার্লামেন্টে শিশুকে বুকের দুধ খাওয়ালেন সাংসদ
প্রকাশ : ১০ মে ২০১৭, ১৪:৩৯
পার্লামেন্টে শিশুকে বুকের দুধ খাওয়ালেন সাংসদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো সংসদ অধিবেশন কক্ষে সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন অস্ট্রেলিয়ার একজন সিনেটর। দেশটির বামপন্থী রাজনৈতিক দল গ্রিনস পার্টির সদস্য ওয়াটারস তার দুই মাস বয়সী কন্যাশিশুকে মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে বুকের দুধ পান করান।  

 

গত বছর অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে শিশুকে বুকের দুধ পান করানোর অনুমতি দেয়া হয়। কিন্তু ওয়াটারসের আগে কোনো নারী সদস্য তার শিশুকে অধিবেশন কক্ষে বুকের দুধ পান করাননি ।  

 

২০১৫ সালে অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী প্রস্তাব করেছিলেন, সংসদের কার্যক্রমে অংশ নিতে নতুন মা হওয়া সংসদ সদস্যরা যেন তাদের বুকের দুধ যন্ত্রের সাহায্যে বের করে শিশুদের জন্য রেখে আসে। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এরপর সংসদ অধিবেশন কক্ষে শিশুদের বুকের দুধ পান করানোর অনুমতি দেয়া হয়।

 

শিশুকে বুকের দুধ পান করানোর পর ওয়াটারস বলেন, আমাদের সংসদে আরো বেশি নারী সংসদ সদস্য প্রয়োজন। সেজন্য কাজের জায়গাটি এমন হওয়া উচিত যাতে নারী এবং মা-বাবারা স্বাচ্ছন্দ্য বোধ করে।

 

তিনি বলেন, কাজের জায়গাগুলোতে সবাই যাতে তাদের সন্তানকে সহজে রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত করা দরকার। কাজের জায়গায় সন্তানদের রেখে দেখাশোনা করতে পারলে নারীরা সন্তান নিতে উৎসাহিত হবে বলে ওয়াটারস উল্লেখ করেন।

 

অস্ট্রেলিয়ার সংসদের নিম্ন কক্ষে গত বছর পর্যন্ত নারী সদস্যরা সংসদে তাদের অফিস এবং গ্যালারিতে শিশুদের নিয়ে যেতে পারতেন। কিন্তু দেশটির সংসদের উচ্চ কক্ষে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি চালু হয় ২০০৩ সালে।

 

পৃথিবীর অনেক দেশের সংসদে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি বেশ সংবেদনশীল হিসেবে ধারণা করা হয়। ২০১৬ সালে স্পেনের এক নারী সংসদ সদস্য তার শিশুকে সংসদ অধিবেশনের কক্ষে বুকের দুধ পান করানোর পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে তার প্রশংসা করেছেন, আবার অনেকে তার সমালোচনাও করেছেন।

 

ব্রিটেনের হাউস অব কমন্সে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি বিবেচনা করা উচিত বলে ধারণা করেন অনেকে। এ নিয়ে ব্রিটেনের অনেক রাজনীতিবিদ বিষয়টির পক্ষে সুপারিশও করেছে। কিন্তু ২০১৫ সালে একজন এমপি সতর্ক করে বলেন, এ ধরনের ব্যবস্থা থাকলে ট্যাবলয়েড পত্রিকাগুলো বিষয়টি নিয়ে রসিকতা করতে পারে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com