শিরোনাম
কেনিয়ায় বিস্ফোরণে নিহত ১২
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:২০
কেনিয়ায় বিস্ফোরণে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কেনিয়ার একটি গেস্ট হাউসে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে উত্তর-পূর্বাঞ্চলের মান্দেরার শহরে এ হামলা চালানো হয়।


কেনিয়ার সীমান্তবর্তী শহর মান্দেরার পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদার সাথে যুক্ত সোমালিয়ার আল-শাবাব জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে।


সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা ওই ভবন থেকে এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করেছি। সন্ত্রাস দমন পুলিশ ও স্নাইপার ডগের সাহায্যে আমরা ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছি। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।


ডেইলি ন্যাশন দৈনিকে বলা হয়, নিহতদের মধ্যে ১০ জন মান্দেরাতে একটি স্কুলে পাঠ্যক্রমের বই সংক্রান্ত কাজে গিয়েছিলেন।


আল-শাবাব নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে বলা হয়, সর্বশেষ এ হামলায় কেনিয়ার খ্রিস্টান নাগরিকেরা নিহত হয়েছে। তবে তারা স্থানীয় নন।


মুসলিম অধ্যুষিত এলাকাটিতে খ্রিস্টান নাগরিকদের লক্ষ্য করে সর্বশেষ এ হামলাটি চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে আলা-শাবাবের হামলায় ছয় খ্রিস্টান নাগরিক নিহত হয়েছিল। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com