শিরোনাম
পোশাক শ্রমিকের কাজে শরণার্থী শিশুরা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৫৪
পোশাক শ্রমিকের কাজে শরণার্থী শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার শরণার্থী শিশুদেরকে অবৈধভাবে তুরস্কের পোশাক কারখানায় কাজে লাগানো হচ্ছে। বিবিসির এক অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

বিবিসির টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামার একটি দল জানায়, শিশুরা কোনো প্রকার কাজের অনুমোদন ছাড়াই নির্দিষ্ট সময়ের অনেক বেশি কাজ করছে। এছাড়া এসব শিশু প্রতি ঘণ্টার কাজের জন্য এক ব্রিটিশ পাউন্ডেরও কম মজুরি পায়। তুরস্কের সর্বনিম্ন মজুরি থেকে এর পরিমাণ অনেক কম। দালালের মাধ্যমে কাজ পাওয়া এসব শরণার্থীকে রাস্তায় তাদের কাজের মজুরি নগদ অর্থে পরিশোধ করা হয়।

 

 

প্যানোরামার অনুসন্ধানে দেখা যায়, শরণার্থী শিশুরা এমন সব পোশাক কারখানায় কাজ করছে যে কারখানাগুলো মূলত যুক্তরাজ্যের ক্রেতাদের জন্য পোশাক তৈরি করে। তারা ব্রিটিশ কোম্পানি মার্কস এন্ড স্পেন্সার এবং অনলাইন রিটেইলার এএসওস’ র জন্য পোশাক তৈরি করে। ব্র্যান্প ‘জারা’ এবং ‘ম্যাঙ্গো’র জন্য জিন্স তৈরির কাজও করছে এসব শরণার্থী শিশুরা।

 

এদিকে পোশাকের এই দুটি ব্র্যান্ড বলেছে তারা কোনো ধরনের শিশুশ্রম ও শোষণ সহ্য করবে না।

 

বিবিসি প্যানোরামার অনুসন্ধানে দেখা যায়, ব্রিটিশ খুচরা পণ্যের প্রতিষ্ঠান মার্কস এন্ড স্পেন্সারের মূল কারখানাগুলোতেই সাতজন সিরীয় শরণার্থী কাজ করছেন। অবশ্য মার্কস এন্ড পেন্সার জানায়, তাদের অনুসন্ধানে তুরস্কে তাদের সাপ্লাই চেইনে একজনও সিরীয় শরণার্থী পাওয়া যায়নি। 

 

মার্কস এন্ড স্পেন্সারের এক মুখপাত্র জানান, প্যানোরামার উদঘাটন ‘খুব গুরুতর’ এবং আমাদের কাছে ‘অগ্রহণযোগ্য’। তাদের কারখানায় কোনো কাজ করা যে কোনো সিরীয়কে বৈধভাবে স্থায়ী কর্মী করা হবে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com