শিরোনাম
অস্ত্রবিরতি শেষে আলেপ্পোয় ফের সংঘর্ষ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:৪২
অস্ত্রবিরতি শেষে আলেপ্পোয় ফের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন দিনের অস্ত্রবিরতি শেষে সিরিয়ার আলেপ্পো নগরীতে শনিবার ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়।


পর্যবেক্ষক সংস্থাটি জানায়, শনিবার রাতে সংঘর্ষ ও বিমান হামলা হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি। সংগঠনটি অস্ত্রবিরতির সময় নগরীতে মানবিক সাহায্য পৌঁছাতে না পারার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।


সংস্থাটি জানায়, শনিবার নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে বিমান হামলা হয়েছে। এছাড়া আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিদ্রোহী বাহিনী ও সরকারি সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।


বেসমারিক প্রতিরক্ষা গ্রুপ হোয়াইট হেলমেটসের স্বেচ্ছাসেবী ও আলেপ্পোর বাসিন্দা ইসমাইল আল-আব্দুল্লাহ বলেন, অস্ত্রবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি বোমা বর্ষণ ও স্নাইপারদের গুলি করতে দেখেছেন।


শুক্রবার জাতিসংঘ জানায়, নিরাপত্তার নিশ্চয়তার অভাবে নগরীর বিভিন্ন হাসপাতাল থেকে মানুষজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনা বিলম্ব করতে তারা বাধ্য হয়েছে।


এদিকে রাশিয়া ও সিরীয় সরকার মানবিক করিডোর ব্যবহার করে মানুষজনকে নগরী ছাড়ার আহ্বান জানিয়েছিল। তবে একটি পক্ষ বলেছে, বেসামরিক মানুষ নগরী ছাড়তে পারেননি।


বিদ্রোহী সংগঠন ফাস্তাকিম গ্রুপের কর্মকর্তা জাকারিয়া মালাহিফজি বলেন, করিডোর দিয়ে কেউ এলাকা ছাড়েননি। অল্প সংখ্যক মানুষের একটি দল করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকায় গোলাবর্ষণ করা হয়। ফলে তারা করিডোর পার হতে পারেনি।


উল্লেখ্য, গত সপ্তাহে একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। দেশটি গত বছরের সেপ্টেম্বর থেকে সিরীয় সরকারের সমর্থনে সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি ও রয়টার্স


বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com