শিরোনাম
স্বাধীন স্কটল্যান্ডের দ্বিতীয় গণভোট আসছে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১২:৩৬
স্বাধীন স্কটল্যান্ডের দ্বিতীয় গণভোট আসছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ‘ব্রেক্সিট’ গণভোটের প্রতিক্রিয়ায় এবার যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে স্কটল্যান্ড। স্কটিশ আঞ্চলিক সরকার জানিয়েছে আনুষ্ঠানিকভাবে খসড়া স্কটিশ স্বাধীনতা প্রস্তাব উন্মোচন করা হবে।


ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের গণভোটস্কটল্যান্ডের অধিবাসীরা ব্যাপক হারে ‘থাকতে চাই’ পক্ষে ভোট দিয়েছিলো, যদিও সমগ্র ব্রিটেইনের মোট ভোটে ‘বেরিয়ে যেতে চাই’ বিজয়ী হয়।


স্কটিশ নাগরিকদের ইউরোপে থাকার আকাঙ্ক্ষাকে নির্দেশ করে ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন অনুরোধ করেছিলেন, ব্রিটেন বেরিয়ে গেলেও স্কটল্যান্ডকে যেনো ইইউতে থাকতে দেয়া হয়। তবে প্রধানমন্ত্রী থেরিসা মে সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।


এমন পরিস্থিতিতে স্টার্জন ঘোষণা দিয়েছেন স্কটল্যাণ্ডের স্বাধীনতার নতুন গণভৌট প্রস্তাবের। দু'বছর আগে অনুরূপ একটি গণভৌট ৪৫ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পেয়ে পরাজিত হয়েছিলো।


স্টার্জন বলেছেন, ‘স্কটল্যান্ড যেনো নিজের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।


স্কটিশ কনসার্ভেটিভ ও লেবার পার্টি উভয়ের নেতৃত্বই ষ্টার্জনের স্বাধীনতা গণভৌটের বিরোধিতা করছেন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com