গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে: ট্রাম্প
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৭
গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে। জিম্মিরা মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সোমবার (৭ এপ্রিল) দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প এসব কথা বলেন।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে। আমি গাজার যুদ্ধ বন্ধ দেখতে চাই। আমি মনে করি, একটি পর্যায়ে গিয়ে যুদ্ধ বন্ধ হবে, যেটি খুব দেরিতে হবে না। জিম্মিরাও মুক্তি পাবেন।’


এসময় ট্রাম্প আবারও গাজাবাসীর বাস্তুচ্যুতির পরামর্শ দিয়েছেন এবং দাবি করেছেন, অনেক দেশ ২১ লাখ ফিলিস্তিনিদের আশ্রয় দেবে। যদিও আঞ্চলিক মিত্ররা এই ধরনের জোরপূর্বক স্থানচ্যুতি প্রত্যাখ্যান করেছে, যা যুদ্ধাপরাধের শামিল হিসেবে মনে করা হচ্ছে।


ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী। আপনারা যদি ফিলিস্তিনিদের নেন এবং তাদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের নেবে এবং আপনার (ফিলিস্তিনিদের) একটি স্বাধীনত অঞ্চল থাকবে, যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না।


তিনি আরও বলেন, ‘আর গাজাকে নিয়ন্ত্রণ, সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা এবং এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে।’


১৯৬৭ সালে ৬ দিনের আরব যুদ্ধের পর গাজা দখল করেছিল ইসরাইল। তবে ২০০৫ সালে গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছিল দখলদারা। এর দুবছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। ট্রাম্পের মতে, গাজা থেকে শান্তির জন্য সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল ইসরাইল। কিন্তু সেই শান্তি আসেনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com