হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে খুন
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১:৪৮
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে খুন
প্রিন্ট অ-অ+

বিবার্তা প্রতিবেদক


হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।


চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে। গত শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।


শনিবার পুলিশ জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুশতাক আহমেদ।


সংবাদমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখাওয়ার রাজধানীতে মুশতাককে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে রক্তাক্ত সহিংসতার ইতিহাস রয়েছে।


এএফপি এবং স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেখা পুলিশ নথি অনুসারে, আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। এএফপির দেখা মুশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।


তিনি বলেন, উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, “হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়” আশফাক রেগে গিয়েছিলেন। আর এই জেরে ঘটে হত্যাকাণ্ডের এই ঘটনা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com