যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার পরপর রেডিওতে যে কথা শোনা যায়
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৪৪
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার পরপর রেডিওতে যে কথা শোনা যায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রেগান বিমানবন্দরের কাছাকাছি স্থানীয় সময় বুধবার রাতে একটি বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বিমানের ৬৪ ও হেলিকপ্টারের তিন আরোহীর সবার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর মুহূর্তেই বিমানবন্দরটির ট্রাফিক কন্ট্রোল টাওয়ার (এটিসি) থেকে শোনা যায় কিছু ভয়ঙ্কর কথাবার্তা।


কন্ট্রোল টাওয়ারের রাডারের চিত্রে হেলিকপ্টারটি ‘প্যাট ২-৫’ হিসেবে উল্লেখিত ছিল। অপরদিকে বিমানটি ছিল ‘সিআরজে’ নামে।


ভয়াবহ এ দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তাদের সঙ্গে যোগাযোগ করছিল কন্ট্রোল টাওয়ার। ওই সময় এক কন্ট্রোলার হেলিকপ্টারের ক্রুদের জিজ্ঞেস করেন “প্যাট ২-৫ আপনি কী সিআরজে (বিমান)-কে দেখতে পাচ্ছেন। প্যাট ২-৫ আপনি সিআরজের পেছন দিয়ে যান।”


এর পরেই কন্ট্রোল টাওয়ার থেকে ভয়ঙ্কর একটি দীর্ঘশ্বাস শোনা যায়। ওই সময় আরেকটি বিমান থেকে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে জিজ্ঞেস করা হয়, “টাওয়ার, আপনি কী এটি দেখেছেন।” ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয়, “ক্র্যাশ, ক্র্যাশ, ক্র্যাশ। এটি একটি এলার্ট থ্রি।”


২০০১ সালের পর যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এ ঘটনার পর পুরো দেশটিতেই নেমে এসেছে শোকের ছায়া।


কন্ট্রোল টাওয়ারের একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ওই সময় আকাশে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়।


উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে। আর কেউ বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় এখন বাকি মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


সূত্র: এক্সপ্রেস ইউকে


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com