
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে ৬৪ জন যাত্রী বহনকারী জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
বিমান দুর্ঘটনার পর রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে অনুসন্ধান চালাচ্ছে দমকলকর্মীরা। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।
কানসাস রাজ্যের প্রতিনিধিত্বকারী সিনেটর জেরি মোরান বলেছেন যে দুর্ঘটনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি দুর্ঘটনাকবলিত যাত্রীদের জন্য প্রার্থনার আহ্বান জানান।
উত্তর ভার্জিনিয়ার প্রতিনিধি কংগ্রেসম্যান ডন বেয়ার বলেছেন, তিনিও বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
পেন্টাগনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, পেন্টাগন বিমান দুর্ঘটনার পরিস্থিতি ‘সক্রিয়ভাবে পর্যবেক্ষণ’ করছে। প্রয়োজনে সহায়তা করার জন্য প্রস্তুত। বিধ্বস্ত বিমানের যাত্রীদের জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন তিনি।
একজন মার্কিন সেনা কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিমানটির বিধ্বস্ত হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]