সৌদি আরবে বাস-ট্রেলার সংঘর্ষে নিহত ১৫
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩১
সৌদি আরবে বাস-ট্রেলার সংঘর্ষে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক।


বুধবার (২৯ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জেদ্দার ভারতীয় কনস্যুলেট। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে কনস্যুলেট জানিয়েছে, আমরা জিজান অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জন কর্মীকে বহনকারী একটি বাস কাজের স্থানে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।


সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরি জানিয়েছেন, গত রবিবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত।


নিহতদের মধ্যে নয় ভারতীয় ছাড়াও নেপাল এবং ঘানার ছয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।


এদিকে, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এক্স-এ লিখেছেন, এই দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। জেদ্দায় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com