সিরিয়ায় প্রথম ধাপে খাদ্য সাহায্য পাঠানো হয়েছে : জেলেনস্কি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬
সিরিয়ায় প্রথম ধাপে খাদ্য সাহায্য পাঠানো হয়েছে : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় খাদ্য সাহায্য সরবরাহে সহায়তার হাত বাড়িয়েছে ইউক্রেইন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার স্যোশাল মিডিয়া এক্সে বলেছেন, সিরিয়ায় প্রথম ধাপে খাদ্য সাহায্য পাঠানো হয়েছে।


৫০০ মেট্রিকটন গমের আটার চালান সিরিয়ায় যাওয়ার পথে রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ইউক্রেইনের মানবিক ‘গ্রেইন ফ্রম ইউক্রেইন’কর্মসূচির আওতায় এ সাহায্য পাঠানো হয়েছে।


আগামী কয়েক সপ্তাহে এই গমের আটা ৩৩, ২৫০ সিরীয় পরিবার কিংবা ১৬৭,০০০ মানুষের মধ্যে বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে এক্সে জানান জেলেনস্কি। তিনি বলেন, “প্রতি প্যাকেটে ১৫ কিলোগ্রাম আটা আছে। এতে ৫ সদস্যের পরিবারের একমাসের খাবার হবে।


ইউক্রেইন বিশ্বের অন্যতম প্রধান গম ও তেলবীজ রপ্তানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইউক্রেন গম ও ভুট্টা রপ্তানি করে থাকে। তবে সিরিয়ায় খাদ্যশস্য রপ্তানি করে না ইউক্রেইন।


সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে রাশিয়া থেকে খাদ্যশস্য আমদানি করত সিরিয়া। কিন্তু গত ৮ ডিসেম্বর বিদ্রোহী অভিযানে আসাদের পতনের পর সিরিয়ায় অনিশ্চয়তার কারণে রাশিয়া থেকে সিরিয়ায় গম সরবরাহ স্থগিত রয়েছে।


ওদিকে, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদের পতনের পর ইউক্রেইন এখন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী হয়েছে।


রাশিয়ার আগ্রাসনের মুখেও ইউক্রেইন সিরিয়ায় মানবিক সহায়তার এ পদক্ষেপ নিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হলে কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ইউক্রেইনের খাদ্যশস্য রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়।


পরে ইউক্রেইন অবরোধ ভেঙে ওডেসা সহ দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে ফের শস্য রপ্তানি শুরু করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com