ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলা, গ্রেফতার ৪
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলা, গ্রেফতার ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেরালায় একটি গির্জার ক্রিসমাস ক্যারল পার্টিতে হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) পাথানামথিট্টা জেলার কুমবানাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ক্রিসমাস ক্যারল পার্টি হলো একটি খ্রিস্টীয় ঐতিহ্য, যেখানে একটি গির্জার বা সম্প্রদায়ের সদস্যরা দলবদ্ধভাবে বিভিন্ন বাড়ি বা স্থানে ঘুরে ঘুরে বড়দিন সম্পর্কিত গান (ক্যারল) পরিবেশন করেন। এই গানগুলো সাধারণত যিশুখ্রিস্টের জন্ম এবং খ্রিস্টীয় বিশ্বাসের আনন্দময় দিকগুলো তুলে ধরে। এই ধরনের পার্টি মূলত মানুষের মধ্যে আনন্দ ও ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দিতে এবং গির্জার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়।


জানা যায়, বুধবার সকালে বড়দিন উপলক্ষে অনুসারীদের বাড়িতে ক্যারল পরিবেশনের সময় পার্টির সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে অন্তত ১৫ জনের একটি দল। বিরোধের সূত্রপাত হয় এক ক্যারল সদস্যের গাড়ির হেডলাইটের আলো কমানো নিয়ে। প্রাথমিকভাবে এই সমস্যা মীমাংসা হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


পুলিশ জানায়, এক হামলাকারী ক্যারল পার্টির এক সদস্যের ডান হাতে আঘাত করেন। এছাড়া আরও এক ব্যক্তি ও তার স্ত্রীও হামলার শিকার হন। ওই নারী শারীরিক হয়রানিরও অভিযোগ তুলেছেন। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়।


হামলার ভয়ে ক্যারল দলটি আশপাশের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে অভিযুক্তরা বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করে, গালিগালাজ করে এবং বাড়ির উঠানে উপস্থিত শিশুদের হুমকি দেয়।


কোইপুরাম পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তারা মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চারজনকে তাদের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়।


সূত্র: এনডিটিভি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com