মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, দেয়াল ভেঙে পালাল ১৫০০ বন্দি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, দেয়াল ভেঙে পালাল ১৫০০ বন্দি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এসময় পালিয়েছে ১৫০০ জনেরও বেশি কারাবন্দি।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।


রয়টার্স বলছে, মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারের দাঙ্গায় ৩৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল বুধবার জানিয়েছেন। মূলত গত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিরতা অব্যাহত রয়েছে।


নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে মোজাম্বিকের শীর্ষ আদালতের দেওয়া গত সোমবারের একটি সিদ্ধান্তের জেরে বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করেছেন। তারা বলছেন, অক্টোবরে অনুষ্ঠিত ওই ভোটে কারচুপি হয়েছে।


পুলিশ বলছে, বিতর্কিত নির্বাচনের ফলাফলকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মোজাম্বিকের একটি কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন। পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এক সংবাদ সম্মেলনে জানান, রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।


যদিও পালিয়ে যাওয়ার পর প্রায় ১৫০ জন পলাতক বন্দিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


বিবিসি বলছে, ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফ্রেলিমো দল গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছে বলে মোজাম্বিকের সর্বোচ্চ আদালত নিশ্চিত করার পর সোমবার থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়।


রাফায়েল বলেন, বুধবার সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী মাপুতোর কারাগারের কাছে পৌঁছান। তিনি বলেন, অশান্তির মধ্যে বন্দিরা একটি দেওয়াল ভেঙে পালিয়ে যান।


মূলত গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিক অস্থিরতায় কাঁপছে। অফিসিয়াল ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো বিজয়ী হয়েছেন।


কিন্তু গত সোমবার নতুন করে বিক্ষোভ শুরু হয়। মূলত সেদিনই দেশটির সাংবিধানিক আদালত চ্যাপো নির্বাচনে জয়ী হয়েছে বলে রায় দিয়েছিল। নির্বাচনের পর থেকে গত তিন মাসের বিক্ষোভে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com