
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১৩ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা খারিজি সম্প্রদায়ের ছিলেন বলে জানা গেছে। তারা নিরীহ নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে প্রদেশটির সড়রোগা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ ডিসেম্বর, বুধবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান আইএসপিআর জানায়, খারিজিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে সড়রোগা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অভিযানের সময় আমাদের সেনারা খারিজিদের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করে আক্রমণ চালায়। এর ফলে ১৩ জন খারিজি নিহত হয়েছে।’
নিহত খারিজিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরীহ নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানায়, এ অঞ্চলে থাকা অন্যান্য খারিজিদের নির্মূল করতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]