তুরস্কে অস্ত্রের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০
তুরস্কে অস্ত্রের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ১৩ কর্মী নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৪ জন।


২৪ ডিসেম্বর, মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু জানিয়েছেন, বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত ওই কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


গভর্নর ইসমাইল বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।


স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।


স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তারা বলেছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com