
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে মনোনীত করেছিলেন, সেই ম্যাট গেটজের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ পেয়েছে হাউজ এথিক্স কমিটি।
যৌনতা এবং মাদকের পেছনে গেটজ হাজার হাজার ডলার ঢেলেছেন- এমনটিই দেখা গেছে হাউজ এথিক্স কমিটির ৩৭ পাতার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে।
এই প্রতিবেদন সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এতে দেখা গেছে, ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটজ ২০১৭ সালে অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ান। দায়িত্বে থাকার সময় নারী এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য এমন অন্তত ২০ ঘটনায় তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন।
ফ্লোরিডার একাধিক আইন তিনি ভঙ্গ করেছেন। তবে ম্যাট গেটজ ভুল কোনওকিছু করার কথা অস্বীকার করেছেন। তিনি বলছেন, যারা তার বিরুদ্ধে তদন্ত করেছে তারা তাকে ঘৃণা করে বলেই তা করেছে।
ডনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের জন্য গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসাবে বেছে নিয়েছিলেন। কিন্তু নানা গুরুতর অভিযোগের কারণে সিনেটে এই নিয়োগ অনুমোদনে কঠিন পরিস্থিতিতে পড়েন গেটজ। শেষ পর্যন্ত গত মাসে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।
গেটজ পদ থেকে সরে দাঁড়ানোর পর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স বার্তা সংস্থা জানায়, যৌন-পাচারের অভিযোগে গেটজের বিরুদ্ধে তিনবছর ধরে গোয়েন্দা সংস্থা এফবিআই-এর তদন্ত চলছিল। ২০২১ সাল থেকে আইনপ্রণেতাদের আচরণ নজরদারি করা হাউজ এথিক্স কমিটিও গেটজের বিরুদ্ধে তদন্ত চালিয়ে এসেছে।
বিবিসি জানায়, এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া ঠেকাতে গেটজ এথিক্স কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন।
গেটজ এর ভাষ্য ছিল, প্রতিবেদনটি প্রকাশ পেলে তার সুনাম এবং পেশাগত জীবনের অপূরণীয় ক্ষতি হবে। তাই এ আপাতত প্রতিবেদনটি প্রকাশ না করার আদেশ দিতে তিনি ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে আবেদন করেন।
তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ১২ জন নারীকে ৯০ হাজারের বেশি ডলার দিয়েছেন গেটজ। হয় যৌন সম্পর্ক কিংবা মাদক ব্যবহারের জন্য তিনি এই অর্থ দেন।
আর ১৭ বছর বয়সী কিশোরীর সাক্ষ্য নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটি পার্টিতে তার সঙ্গে দুইবার যৌন সম্পর্ক করেন গেটজ। প্রতিবেদনে এই কিশোরীকে ‘ভুক্তভোগী এ’ (ভিকটিম এ) হিসাবে উল্লেখ করা হয়েছে। গেটজ তাকে ৪শ’ ডলার দিয়েছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]