আলবেনিয়ায় টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২৩
আলবেনিয়ায় টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গতমাসে এক কিশোর হত্যাকে কেন্দ্র করে টিকটকের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া সরকার।


২১ ডিসেম্বর, শনিবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা দেশজুড়ে অভিভাবক গোষ্ঠী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর বলেন স্কুলগুলো আরও নিরাপদ করতে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে নিষেধাজ্ঞাটি আগামী বছরের শুরুতে কার্যকর হবে।


‘এক বছরের জন্য আমরা অ্যাপটি সবার জন্য পুরোপুরি বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোনো টিকটক থাকবে না।’– বলেছেন রামা।


ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, নভেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের এমন অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া, যা এ খাতের অন্যতম কঠিন নিষেধাজ্ঞা।


স্কুল ও স্কুলের বাইরে শিশুদের সহিংস হয়ে ওঠার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটকে দায়ী করেছেন রামা।


নভেম্বরে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রকে আরেক ছাত্র ছুরির আঘাতে হত্যার পরই সরকার এমন সিদ্ধান্তে এসেছে। স্থানীয় সংবাদমধ্যমের তথ্য অনুসারে সোশাল মিডিয়ায় দুই ছেলের তর্কের ফলেই এ ঘটনা ঘটেছে। অন্য শিশুরা এ হত্যা সমর্থন করছে, এমনও ভিডিও টিকটকে দেখা গেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


‘এটি আমাদের বাচ্চাদের সমস্যা নয়। সমস্যাটি আজ আমাদের, সমস্যাটি আজ সমাজের, সমস্যাটি আজকের টিকটক ও অন্য সব প্ল্যাটফর্মের যারা আমাদের শিশুদের জিম্মি করছে।’– বলেছেন রামা।


এ প্রসঙ্গে টিকটক বলেছে কোম্পানিটি আলবেনিয়ার সরকারের কাছে জরুরিভাবে ঘটনার বিস্তারিত জানতে চাইছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com