
ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় এবং বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, নিজেদের স্বার্থ ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে এবং বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা করব। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাব না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।’
উল্লেখ্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। বর্তমানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এই ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
এই পাঁচটি দেশের যে কোনো একটি দেশ যদি কোনো সিদ্ধান্ত কার্যকর করতে বাধা দিতে চায়, তাহলে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই সিদ্ধান্ত নাকচ করে দিতে পারে।
এই পাঁচ দেশের তালিকায় ভারত নেই। তাই স্পষ্ট করে বলা যাচ্ছে না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক কাদের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]