
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় ৫ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
২১ ডিসেম্বর, শনিবার হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে হত্যা করে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের তিন সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।’
এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, এই অভিযানের পর হামাস যোদ্ধারা একটি ভবনের ভেতরে কয়েকজন ইহুদিবাদী পদাতিক সেনাকে ঘেরাও করে। সেখানে হামাসের হামলায় অন্তত দুই সেনা নিহত হয়। জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি জায়গায়ও ইসরায়েলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার আল-কাসসাম ব্রিগেডস জাবালিয়ায় আরেকটি বড় অভিযানের কথা জানিয়েছিল। সেই আক্রমণে একজন যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরাইলি সেনা অফিসার এবং তিনজন সৈন্যকে হত্যা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয়।
এদিকে, গতকাল দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মন্তব্যের বিষয়ে নির্লজ্জ প্রতিক্রিয়া জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পোপের মন্তব্য বিশেষভাবে হতাশাজনক কারণ তারা জিহাদি ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের সত্য এবং বাস্তব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন।’ চলমান সংঘাতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বহুমুখী যুদ্ধ বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত ১৫ মাসে ইসরায়েলের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪৫ হাজার ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]