পালাতে চাননি, যুদ্ধ করতে চেয়েছিলেন আসাদ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:১৮
পালাতে চাননি, যুদ্ধ করতে চেয়েছিলেন আসাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার কথিত বিবৃতিতে বলেছেন, তার কখনোই সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালানোর ইচ্ছা বা পরিকল্পনা ছিল না। খবর বিবিসির।


দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে আজ সোমবার এ বিবৃতি পোস্ট করা হয়। তবে চ্যানেলটি বর্তমানে কে বা কারা নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট হওয়া যায়নি। বিবৃতিটি আসাদের হয়ে থাকলে, এটি হবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম বিবৃতি।


বিবৃতিটি আসাদের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকলে, এটি হবে আট দিন আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম বিবৃতি। তবে যে টেলিগ্রাম থেকে এ বিবৃতি প্রচার করা হয়েছে, সেটি বর্তমানে কে বা কারা নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট হওয়া যায়নি।


বিবৃতিতে আসাদ বলেছেন, যখন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দখল করে, তখন তিনি লাতাকিয়া প্রদেশের রুশ সামরিক ঘাঁটিতে 'যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সিরিয়ার সেনারা তাদের অবস্থান থেকে সরে গেছে।


তিনি বলেন, হামেইমিম ঘাঁটিও ততক্ষণে 'ড্রোন হামলার তীব্র আক্রমণের' মধ্যে পড়েছিল। তখন রাশিয়ার সেনারা তাকে মস্কো নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।


তিনি যোগ করেন, 'এ ঘটনার সময় একবারের জন্যও আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দলও এমন প্রস্তাব করেনি।'


বিবৃতিতে আরও বলা হয়, 'যখন রাষ্ট্র সন্ত্রাসের হাতে পড়ে এবং অর্থপূর্ণ অবদান রাখার সামর্থ্য হারিয়ে যায়, তখন যেকোনো অবস্থান উদ্দেশ্যহীন হয়ে পড়ে।'


বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ১১ দিনের আন্দোলনে গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে রাশিয়ায় পাড়ি জমান আসাদ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com