
সিরিয়ার বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলাকে রুশ বার্তা সংস্থা স্পুটনিক ‘ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।
১৬ ডিসেম্বর, সোমবার ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তারতুস এবং লাতাকিয়া শহরসহ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
এসময় যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বোমাবর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের মূল শহরের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।
এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনাকে স্পুটনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]