শিরোনাম
হিলারির দফতরে সন্দেহজনক খাম
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৪:২৬
হিলারির দফতরে সন্দেহজনক খাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নিউইয়র্কের একটি প্রচারণা দফতরে সন্দেহজনক একটি খাম পাঠানো হয়েছে। খামের ভেতরে সাদা রংয়ের পাউডার জাতীয় দ্রব্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে ঝুঁকিপূর্ণ বিষাক্ত কিছু থাকার কথা উড়িয়ে দিয়েছে পুলিশ।

 

নিউইয়র্ক পুলিশ বিভাগের লেফটেনেন্ট থমাস অ্যান্টোনেটি বলেন, খামটি প্রথমে ম্যানহাটনে হিলারি ক্লিনটনের দফতরে পাঠানো হয়। পরে নির্বাচনী প্রচারণা কর্মীরা খামটি সেখান থেকে তার ব্রুকলিন সদর দফতরে পাঠিয়ে দেয়।

 

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্ত থেকে এটা জানা গেছে এতে ঝুঁকিপূর্ণ কিছু নেই। তবে খামের ভেতরে আসলে কি জাতীয় জিনিস আছে তা জানতে আরো পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

 

অ্যান্টোনেটি জানান, ওই খামে লেখা রয়েছে। তবে এতে হত্যার কোনো হুমকি দেয়া হয়নি। কে বা কারা পাঠিয়েছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। সূত্র: এএফপি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com