সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:১৩
সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সিরিয়া থেকে বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের এটা প্রথম সফর। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এই সফরে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন। আকাবা শহরে তারা বৈঠক করবেন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি তাদের এই আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জর্ডান সফর শেষ করে আঙ্কারায় যাবেন ব্লিঙ্কেন। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, এই সফরে সিরিয়ায় জবাবদিহিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়ে জোর দেবেন ব্লিঙ্কেন।


এদিকে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া।


পেসকভ বলেন, সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান মালভূমিতে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না। এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায়।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com